Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

দাপ্তরিক সেবা সমূহঃ

১। ডিবি লটারী ও শিক্ষক নিবদ্ধন ফরম সহ বিভিন্ন সরকারী ফরম পূরণ করা হয়।

২। জন্ম নিবদ্ধন ,ভোটার তালিকা হালনাকাদকরণ,নাগরিকত্ব সাটিফিকেট।

৩। স্কুল কলেজ মাদ্রাসার এমপিও ভূক্তির তথ্য।

৪। ভিজি এফ/ভিজিপড কার্ডধারীর তালিকা।

৫। এস,এস,সি/এইচ,এস,সি পরীক্ষা সহ বিভিন্ন সরকারীর পরীক্ষর ফলাফল প্রকাশ।

৬। সরকারের বিভিন্ন বিভাগের তালিকা ও কর্মপরিধী।

৭। পরসংখ্যান বুরো এবং সরকারী বেসরকারী সংস্থার বিভিন্ন জরিপ।

৮।কর্মসংস্থান বিষয়ক তথ্য।

৯।ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে বিশেষজ্ঞ মতামত জানার সুযোগ।

১০। ইউনিয়ন পরিষদের সেবা সমূহ।

১১।জনগণের মৌলিক অধিকার সম্পকিত তথ্য।

 

জীবিকা ভিত্তিক তথ্যঃ

১। কৃষি আধুনিক চাষাবাদ পদ্ধতি সার কীটনাশক প্রয়োগ।

২। ফসলের পোকামাকড়ের সংক্রমন প্রতিরোধ সম্পকিত তথ্য।

৩। স্বাস্থ্য,রোগের লক্ষন,রোগের প্রতিরোধ,হাসপাতাল চিকিতসক প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পকিত

   তথ্য।

৪।শিক্ষা,প্রতিষ্ঠান শিক্ষা,শিক্ষা বৃত্তি,শিক্ষা ঋণ সম্পকিত তথ্য।

৫।আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য।

৬। ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা সম্পকিত তথ্য।

৭।সর্বশেষ বাজারপরিস্থিতি সম্পকিত তথ্য।

বাণিজ্যিক সেবাঃ

১। ইন্টারনেট ব্রাউজিংইমেইল আদায় প্রদান, ইন্টারনেটের মাধ্যমে সংবাদ পত্র পাঠ করা।

২। ভিডিও কনপারেন্সিং।

৩। মোবাইল ফোন ব্যবহার।

৪।কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং।

৫। মোবাইল ফোন রির্চাজ করা।

৬। ছবি তোলা ।

৭। লেমিনিটিং করা।

৮। স্ক্যানিং করা।

৯।ভিডিও প্রদর্শনী।

১০। কম্পিউটার প্রশিক্ষণ।

১১। আত্মকর্মসংস্থান সম্পর্কিত বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ।