এক নজরে ১৭নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ী হাটে ১৭ নং জগ্ননাথপুর ইউনিয়ন পরিষদটি মনোরম পরিবেশে এবং প্রাকৃতিক সাজে সুসজ্জিত ভবন এই ইউনিয়ন পরিষদ টি অবস্থিত ।
ক) নাম – ১৭নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৫.০৫(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৪৭০৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১১টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -০২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/অটো রিক্সা/অটো-চার্জার/রিক্সা/ভ্যান।
জ) শিক্ষার হার – ৪২%। (২০১৮ এর শিক্ষা/ইএসডি শিক্ষা জরিপ অনুযায়ী) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৫টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৪ টি, মাদ্রাসা- ০৪ টি। মন্দির- ১১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মোস্তাফিজুর রহমান লিটন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০২টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – বলাকা উদ্যান।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০৯/১৯৬১ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ – ১) শপথ গ্রহণের তারিখ – ০৯/০২/২০২২ইং ২) প্রথম সভার তারিখ – ১৫/০২/২০২২ ইং ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৫/০২/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –১) জগন্নাথপুর-১ (২) জগন্নাথপুর-২ (৩) সিংগিয়া-৩ (৪) চন্ডিপুর (৫) বাসুদেবপুর/আলমপুর/ভালুকাই/খাগড়াবাড়ী (৬) সিংগিয়া (৭) দৌলতপুর (৮) ধন্দোগাঁও/গৌরীপুর (৯) গৌরীপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল – (১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন। (২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন। (৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন। (৪) উদ্যোক্তা - ০১ জন। (৫) উপ-কৃষি কর্মকর্তা- ০৩। (৬) প্রানি সম্পদ - ০১ জন। (৭) আনসার ভিডিপি- ০২ জন, (৮) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেট -০১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস