সেবা ও কর্ম পরিধিঃ
১। রেকর্ড সংরক্ষণ।
২। খাস ভূমি রক্ষণাবেক্ষণ।
৩। হস্তান্তরিত ভূমির রেকর্ড হালকরণ বা নাম জারি, জমা ভাগ ও জমা একত্রিকরণ কার্যক্রমে সহযোগিতা।
৪। ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারন ও আদায়।
৫। রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের ও নিষ্পত্তিকরণ।
৬। অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।
৭। কৃষি খাস জমি ভুমিহীন পরিবারের নিকট বিতরণ/বন্দোবস্ত প্রদান।
০৮। সিলিং বহিভূত ও অব্যবহৃত ভূমি চিহ্নিত করন ও সরকারের নিয়ন্ত্রণে আনয়নঃ
০৯। হাট বাজারের পেরীফেরীভূক্ত সম্পত্তির ব্যবস্থাপনা।
১০। জলমহাল ব্যবস্থাপনা।
১১। আশ্রয়ন, আদর্শগ্রাম প্র কল্প বাস্তবায়নে ও প্রকল্প ভুক্ত সম্পদ রক্ষণাবেক্ষনে সহায়তা করা।
১২।দেওয়ানী আদালতের ভূসি সংক্রান্ত মামলা সমুহের আইনানুগ নিষ্পত্তিতে সহায়তা তথা এস,এফ,প্রেরণ।
১৩। সরকারী স্বার্থ সংশ্লিষ্ঠ ভুমি নিয়ে দেওয়ানী আদালতের। মামলায় সরকার পক্ষের প্রতিনিথিত্ব করা।
১৪। উপজেলাঃ সেটেলমেন্ট কার্যালয়ে সরকারী ভুমির রেকর্ড হাল করন বিষয়ে তদারকি।
১৫। এছাড়া জেলা প্রশাসক/ উপজেলা প্রশাসন, কিংবা সহকারী কমিশনার(ভুমি) কর্তৃক অর্পিত অন্নান্য দায়িত্ত পালন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস